আত্মা ও মনের ওপর গাণিতিক বিশ্লেষণ করে বিশ্বে প্রথম বই বাংলা ভাষায়

নিজস্ব প্রতিবেদনঃ আত্মা ও মন নিয়ে গানিতিক বিশ্লেষণ করে বিশ্বের প্রথম বই প্রকাশিত হল বাংলা ভাষায়– এমনটাই দাবি করছেন বইয়ের লেখক নির্মলেন্দু দাস। তিনি কবি চন্দ্রচূড় নামেও পরিচিত। শিলিগুড়ি শরৎচন্দ্র পল্লীতে তাঁর বাড়ি। বিজ্ঞানী হিসাবেও তিনি পরিচিত। বিজ্ঞানের ওপরও তাঁর কিছু বই আগে প্রকাশিত হয়েছে। তবে আত্মা ও মনের ওপর গাণিতিক বিশ্লেষণ করে লেখা বইটি পাঠক সমাজে দাগ কাটবে বলে বিশ্বাস লেখকের।

আত্মা কি, মানুষের মৃত্যুর সঙ্গে সঙ্গেই কি সব শেষ নাকি মৃত্যুর পরও আরও কিছু আছে তা নিয়ে বহু দিন ধরে নানা প্রশ্ন উঠে আসছে। আধ্যাত্মিক বিজ্ঞান, যোগ সাধক ও দার্শনিকেরা এসব বহি প্রশ্নের উত্তর দিয়েছেন। কিন্তু হাতে কলমে সব প্রমাণ না পাওয়া পর্যন্ত বিজ্ঞানের একটি বড় অংশ যোগ সাধক বা দার্শনিক বা ধর্মীয় গুরুদের দর্শনকে বারবার খারিজ করে দিয়েছেন। কিন্তু এই মৌলিক প্রশ্ন বহু দিনের। গীতার বিভিন্ন ব্যাখা তুলে ধরে তাঁর অঙ্ক দিয়ে আত্মা ও মনের ব্যাখা মেলে ধরেছেন নির্মলেন্দুবাবু। তিনি জানাচ্ছেন, অঙ্ককে আশ্রয় করে আত্মা ও মনের ওপর বিভিন্ন দিকের তাত্বিক বিষয় মেলে ধরেছি বইতে। এর ব্যবহারিক দিকের ওপর সূক্ষ্মভাবে কাজ হলে আগামীদিনে বহু রহস্য উন্মোচিত হবে। আর সেদিক থেকে আত্মা ও মনের ওপর আমার বিভিন্ন অঙ্ক এক আলোকবর্তিকার দিক নির্দেশ করবে। এই অঙ্কের তাত্বিক ব্যাখা নির্মলেন্দুবাবু প্রথম ইংরেজিতে প্রকাশ করেন আমেরিকার একটি জার্নালে। তবে এর ওপর বই প্রথম বাংলা ভাষাতেই প্রকাশিত হল বলে নির্মলেন্দুবাবু জানিয়েছেন।