সাধক বামাক্ষ্যাপার বংশধর বামাক্ষ্যাপা সম্পর্কে কি বললেন

নিজস্ব প্রতিবেদন :- বীরভূম জেলার তারাপীঠে গিয়ে সেখানে শীত বস্ত্র বিতরণ করলেন শিলিগুড়ির সমাজসেবী পূজা মোক্তার। পূজাদেবীর মা এর নাম ছিলো তুলসী ভৈরবী। তাঁর সমাধি রয়েছে তারাপীঠ শ্মশানে। তবে এই তারাপীঠ বা মা তারার প্রসঙ্গ এলেই সাধক বামাক্ষ্যাপা বা বামাচরন চট্টোপাধ্যায় এর নাম চলে আসে। আটলা গ্রামে বামাক্ষ্যাপার আদি বাড়ি রয়েছে। সেখানে বামাক্ষ্যাপার বংশধর সুরেন্দ্র বিকাশ রায় বন্দ্যোপাধ্যায় পূজাদেবীর কাছে বলেন,সাধক বামাক্ষ্যাপা তারাপীঠ শ্মশানে কৌশিকী অমাবস্যার রাতে মাত্র ১৩ বছর বয়সে মা তারার দর্শন পেয়েছিলেন। পূজাদেবী বলেন,মা তারাকে তিনি শৈশব থেকেই ভক্তি করেন।সেই ভক্তি থেকেই তিনি রাস্তার পাশে পড়ে থাকা অসহায় মানুষদের সেবা করেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :