বুকের মধ্যে এইসব সমস্যা হচ্ছে নাতো? হৃদরোগ হওয়ার আগে সতর্ক হয়ে যান, শিলিগুড়িতে কিন্তু হৃদরোগ ঠেকাতে এখন যুগান্তকারী অপারেশন চলছে

নিজস্ব প্রতিবেদন : বুকে হঠাৎ ব্যাথা হচ্ছে নাকি? হাঁটতে গিয়ে কি হাঁপিয়ে যাচ্ছেন? কিংবা বুকটা কি মাঝেমধ্যে ধড়ফড় করছে? একটু সাবধান হয়ে যান। আপনার হার্টের কোন রোগ হতে পারে।অবহেলা করলে যে কোনো সময় হৃদরোগ হতে পারে। তাই অবহেলা না করে পরামর্শ করুন চিকিৎসকের সঙ্গে। এমন কথাই জানাচ্ছেন বিশিষ্ট হার্ট সার্জেন ডাক্তার অর্ণব মাইতি। ডাক্তার অর্নব মাইতি আরও জানাচ্ছেন, আজকাল হার্ট অ্যাটাক বা হৃদরোগ বিরাট এক সমস্যা। হাটে বাজারে রাস্তাঘাটে হঠাৎ সুস্থ সবল মানুষের হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে এবং শতকরা ৯৯ ভাগ ক্ষেত্রে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে রোগীর মৃত্যু হচ্ছে। এই পরিস্থিতিতে প্রত্যেককে সচেতন হওয়ার সময় এসেছে।আর এই পরিস্থিতিতে শিলিগুড়ি তথা উত্তর-পূর্ব ভারতে হৃদরোগ প্রতিরোধে এক যুগান্তকারী কাজ শুরু হয়েছে বিশেষজ্ঞ হার্ট সার্জেন ডাক্তার অর্ণব মাইতির নেতৃত্বে। তার নেতৃত্বে বিরাট টিম শিলিগুড়ি সেবক রোডের একটি নার্সিংহোমে অত্যাধুনিক সব যন্ত্রপাতি দিয়ে হার্টের অপারেশন করছে। পুরনো পদ্ধতিতে বুক চিরে অপারেশন করার দিন বদলে গিয়েছে। এখন অত্যাধুনিক পদ্ধতিতে বুকের মধ্যে অতি সূক্ষ্ম বা সামান্য অংশ চিড়ে হার্টের বড় বড় সব সফল অপারেশন শুরু হয়েছে। আর শিলিগুড়িতেই তা সম্ভব হচ্ছে। বরঞ্চ কলকাতা থেকে আরো কম খরচে শিলিগুড়িতে এই অপারেশন হচ্ছে। শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের মানুষের কাছে গুরুত্বপূর্ণ খবর হলো, ৫৮ বছর বয়স্ক জলপাইগুড়ি নিবাসী এক ব্যক্তির এরকমই এক গুরুত্বপূর্ণ হার্টের অপারেশন সেই নার্সিংহোমে সফলভাবে সম্পন্ন হয়েছে গত ৮ ই জানুয়ারি। চিকিৎসক ডাক্তার অর্ণব মাইতির নেতৃত্বে সেই অপারেশন হয়েছে।এখন সেই রোগী ভালো আছেন। মঙ্গলবার শিলিগুড়ি সেবক রোডের সেই নার্সিংহোমে বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অর্ণব মাইতি ছাড়াও ডাক্তার তারাপদ দাস, ডাক্তার একে খান্ডেলওয়াল প্রমূখ সাংবাদিকদের জানান যে অত্যাধুনিক পদ্ধতিতে কম খরচে শিলিগুড়িতে এখন হার্টের অনেক কঠিন এবং জটিল অপারেশন বেশ সহজ ভাবে সম্পন্ন হচ্ছে। এবং তার খরচও অনেক কম।এ এক যুগান্তকারী পদক্ষেপ। ৫৮ বছর বয়সী ব্যক্তি কার্যত মৃত্যুর মুখ থেকেই ফিরে এলেন এই অপারেশনের মাধ্যমে ।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :