আজকাল মোবাইলে ঘুরে বেড়াচ্ছে আধুনিক সব চোর ডাকাত,সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

নিজস্ব প্রতিবেদন : একটা সময় ব্যাঙ্ক ডাকাতি খুব হোত।একটা সময় ব্যাঙ্কের চারপাশে ছিনতাইকারী ঘুরে বেড়াতো কে কখন ব্যাঙ্ক থেকে টাকা তুলে বের হচ্ছে তা নজরে রাখা এবং টাকা ছিনতাই করা।কিন্তু আজ সেই ধরনের অপরাধ অনেকাংশে কমে গিয়েছে। এখন সেই সব চোর ডাকাতেরা আধুনিক হয়ে সব চুরি ছিনতাই করছে মোবাইলে। নিত্য নতুন ফন্দি বের করে এরা মানুষের টাকা লুঠপাট করে নিচ্ছে অনলাইনে। এই অবস্থায়
মঙ্গলবার স্বেচ্ছাসেবী সংস্থা শিলিগুড়ি এন্ড স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ও কাট ইন্টারন্যাশনালের যৌথ উদ্যেগে প্রসেনজিৎ মণ্ডল ও রিয়া দের নেতৃত্বে শিলিগুড়ি জ্যোৎস্নাময়ী স্কুলের ছাত্রীদের নিয়ে সাইবার নিরাপত্তার ওপর এক কর্মশালার আয়োজন করা হয় । শিলিগুড়ি এন্ড স্মাইলের কর্ণধার নবকুমার বসাক জানান, কিছু অপরাধী অসহায় মানুষকে মোবাইলের মাধ্যমে সর্বস্বান্ত করে দিচ্ছে। তাই আমাদের কর্তব্য সকল মানুষকে সচেতন করা এবং প্রতারণার হাত থেকে সকলকে রক্ষা করা ।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —