মাস্ক না থাকায় গ্রেপ্তার এনজেপিতে

নিজস্ব প্রতিবেদন ঃ লাগাতর পুলিশী অভিযানের পরও কিছু মানুষের হুশ ফেরেনি। করোনা সংক্রমন বাড়তে থাকলেও মাস্ক ছাড়াই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তারা।সচেতনতার বার্তার পাশাপাশি মাস্ক পরা নিয়ে পুলিশ কঠোর হলেও আজও বহু মানুষ মাস্কহীন। সোমবার আবারও একই অভিযানে সামিল হয় এন জে পি থানার পুলিশ।এন জে পি, তিনবাত্তি মোড়,উত্তরকন্যা মোড়, সহ একাধিক এলাকায় অভিযান চালিয়ে মোট ৩১ জন মাস্কহীন মানুষকে গ্রেপ্তার করা হয় ।