দেবী পক্ষের মধ্যে শুভ প্রয়াস, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের দুই প্রতিভাবান টেবিল টেনিস খেলোয়াড়কে সংবর্ধনা জানালেন অনিন্দিতাদেবী

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি মিলন পল্লীতে বাড়ি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের টেবিল টেনিস খেলোয়াড় সুরভি ঘোষ।তাইপাই, সোফিয়া, বুলগেরিয়ার মতো দেশে ভারতের হয়ে টেবিল টেনিস খেলতে গিয়ে পদক জিতে এনেছেন সুরভি।দেশ তথা বাংলার সুনাম বৃদ্ধি করেছেন।সম্প্রতি চিন থেকেও পদক জিতে এসেছেন সুরভি। কিন্তু প্রতিভাবান খেলোয়াড় সুরভির সমস্যা হলো ও শ্রবন প্রতিবন্ধী। প্রতিবন্ধকতা জয় করে দেশের সুনাম বৃদ্ধি করলেও সুরভির কপালে জোটেনি কোনো চাকরি বা সরকারি অর্থ সাহায্য। অথচ কিছু দিন আগেই সুরভির বাবা মারা গিয়েছেন।ফলে অর্থ কষ্ট নিয়েও সুরভির মা জয়াদেবী মেয়ের প্রতিভা এগিয়ে দিতে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। এরমধ্যেই সঙ্গীত শিল্পী পাঞ্চালি চক্রবর্তী খবরের ঘন্টার নজরে বিষয়টি নিয়ে এলে খবরের ঘন্টা সংবাদ সম্প্রচার করে। মানবিক মুখ নিয়ে এগিয়ে আসেন উত্তরবঙ্গ পৌষ মেলা ট্রাস্টের বিশিষ্ট সমাজসেবী জ্যোৎস্না আগরওয়ালা। রবিবার দেবী পক্ষের পর্বে সুরভিদের মিলন পল্লীর বাড়ি পৌঁছে যান আনন্দধারা সঙ্গীত একাডেমির কর্নধার সঙ্গীত শিল্পী তথা বিশিষ্ট সমাজসেবী অনিন্দিতা চট্টোপাধ্যায়। অনিন্দিতাদেবী এদিন সুরভিকে সংবর্ধনা জানান। তার সঙ্গে পুজোর জন্য নতুন বস্ত্র তুলে দেন। অনিন্দিতাদেবীর এই মানসিকতার তারিফ করেন সুরভির মা জয়া ঘোষ। কিন্তু সুরভিদের বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে উপস্থিত সুরভির বন্ধু আরেকজন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের টেবিল টেনিস খেলোয়াড় শ্রীজীত মজুমদার। হুগলি জেলার উত্তর পাড়াতে বাড়ি শ্রীজীতের।ও তার মা সুজাতা মজুমদারকে সঙ্গে নিয়ে সুরভিদের বাড়িতে এসেছেন। শ্রীজীতও শ্রবন প্রতিবন্ধী। কিন্তু শ্রবন প্রতিবন্ধী হলেও প্রতিভায় কোনো খামতি নেই। ব্রাজিল অলিম্পিক এবং তাইওয়ানে অনুষ্ঠিত টেবিল টেনিসে অংশ নিয়েছেন শ্রীজীত।শ্রবন প্রতিবন্ধকতা থাকলে হবে কি,শ্রীজীত একজন কম্পিউটার ইঞ্জিনীয়ারও।এরকম প্রতিভাকে কাছে পেয়ে অনিন্দিতাদেবী তাকে-ও শ্রদ্ধা জানান। শ্রীজীতের মা সুজাতাদেবী বলেন,হুগলি জেলা থেকেও এমন সংবর্ধনা পায়নি শ্রীজীত।বিশেষ চাহিদাসম্পন্ন হওয়ায় এঁরা অবহেলার শিকার।প্রতিভা থাকা সত্বেও এঁরা স্বীকৃতি পায় না।অনিন্দিতাদেবীর কাছ থেকে সংবর্ধনা পেয়ে তাঁরা মুগ্ধ। অনিন্দিতাদেবী বলেন,সুরভি,শ্রীজীতরা বাংলা তথা দেশের সম্পদ।এদেরকে আমাদের সকলের উৎসাহ দেওয়া দরকার। দেবী পক্ষের মধ্যে অনিন্দিতাদেবীর এই শুভ মানসিকতায় বেশ খুশি সুরভি, শ্রীজীত এবং ওদের মায়েরা।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—