বৈদিক মন্ত্রোচ্চারণ এবং ভজন সঙ্গীতের মাধ্যমে হিমালয়ান আই ইন্সটিটিউটের নতুন ওটির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদন ঃ সাহুডাঙি শ্রীরামকৃষ্ণ আশ্রমের তরফে স্বামী জীবনানন্দ মহারাজ সেখানে ভজন সঙ্গীত পরিবেশন করলেন।উচ্চারন করলেন বৈদিক মন্ত্র। তার পরপরই ফিতা কাটা এবং প্রদীপ প্রজ্জ্বলন। এভাবেই শিলিগুড়ি বর্ধমান রোডের ঝংকার মোড়ে দ্য হিমালয়ান আই ইন্সটিটিউটের নতুন অপারেশন থিয়েটার এর উদ্বোধন হলো রবিবার। সেখানে জীবনানন্দ মহারাজ তাঁর কিছু আধ্যাত্মিক বক্তব্যও মেলে ধরলেন। মানুষের সেবা নিয়ে তিনি মূল্যবান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন ডাঃ সন্দীপ সেনগুপ্তও বক্তব্য রাখেন।শিলিগুড়ি সহ সমগ্র উত্তরবঙ্গে চোখের চিকিৎসায় দ্য হিমালয়ান আই ইন্সটিটিউটের অসামান্য অবদানের কথা তিনি বারবার উল্লেখ করেন। হিমালয়ান আই ইন্সটিটিউটের এই নতুন অপারেশন থিয়েটারে অত্যাধুনিক সব যন্ত্রপাতি দিয়ে চোখের অপারেশন হবে। অপারেশন থিয়েটার চত্বরে দৃষ্টি নন্দন সব ছবি,চিত্র শিল্প মেলে ধরা হয়েছে। চোখের আধুনিক চিকিৎসায় শিলিগুড়ি যে আরও এক ধাপ উন্নতির শিখরে পৌঁছে গেলো তা প্রমাণ করছে উন্নত মানের এই ওটি। সেই অনুষ্ঠানে বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক তথা প্রখ্যাত চক্ষু চিকিৎসক ডাঃ সুপ্রতীক ব্যানার্জী, ডাঃ স্বরুপ রায়, ডাঃ শ্যামল সাহা,ডাঃ অরনি চক্রবর্তী, ডাঃ সঙ্গীতা গোস্বামী, ডাঃ স্নেহা বাত্রা, হিমালয়ান আই ইন্সটিটিউটের চিফ এক্সিকিউটিভ কমলেশ গুহ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রখ্যাত ক্যান্সার চিকিৎসক ডাঃ মনীশ গোস্বামী এবং ই এন টি সার্জেন ডাঃ আনন্দ ব্রত বসুও সেখানে উপস্থিত ছিলেন। এর বাইরে হিমালয়ান আই ইন্সটিটিউটের বিভিন্ন নার্স এবং কর্মী সহ অন্য শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন সেখানে। নতুন এই ওটি এদিন থেকে শুরু হওয়ায় সকলেই খুশি।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—