শিল্পী পালিতঃ শিলিগুড়ি মহকুমার বাগডোগরা চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নিবেদিতা মজুমদার আজ আত্মকথায় লিখেছে তাঁর ছবি আঁকা ও সঙ্গীত চর্চার বিষয়ে—
আমি নিবেদিতা মজুমদার।বাগডোগরা চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেনীর ছাত্রী।গোঁসাইপুরে থাকি।আমার আঁকার বিষয়ে লিখতে গিয়ে প্রথমে ধন্যবাদ জানাই বীনাপানি শিল্পী মহাশয়াকে,কারণ তিনি আমার মায়ের কাছে প্রস্তাবটা রেখেছিলেন।প্রস্তাবটা পেয়ে আমি খুব খুশি হয়ে এই লেখাটা লিখেছি।আমি খুব ছোট্ট থেকেই ছবি আঁকতে খুব ভালোবাসি।আমার যখন চার বছর বয়স তখন আমি ড্রয়িং ক্লাসে ভর্তি হই।আমার আঁকার জগতের প্রথম শিক্ষা গুরু শ্রদ্ধেয় দীলিপ মাজি মহাশয়। আর বর্তমানে শ্রদ্ধেয় তাপস পাল মহাশয়।এই দুজনের কাছ থেকেই আমি প্রচুর উৎসাহ ও সহযোগিতা পেয়েছি। আঁকার সাথে সাথে আমি গানও শেখা শুরু করি আর তার সাথে পড়াশোনা। ছোট থেকেই আমি সবরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। তা পাড়ার সরস্বতী পূজা হোক বা সরকারি প্রতিযোগিতা। শুধু অংশগ্রহণই নয়, অনেক পুরষ্কারও এনেছি।আমার প্রথম পুরষ্কার ছিল পাড়ার সরস্বতী পুজোর। হাইস্কুলে অর্থাৎ পঞ্চম শ্রেণীতে ভর্তি হবার পরে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার সুযোগ বেড়ে যায়,সেসব ক্ষেত্রে সফলতার সাথে সাথে আমার উৎসাহও বাড়তে থাকে। এরপর প্রায় প্রতিবছরই নক্সালবাড়ি ব্লকের ছাত্র যুব উৎসব এবং কন্যাশ্রী উৎসবে আমি পুরষ্কার এনেছি। বড়ো হওয়ার সাথে সাথে আমার আঁকার জগতও প্রসারিত হতে থাকে, যুক্ত হলো water colour ,acrylic colour,oil painting, pencil sketch ইত্যাদি। তবে আমার সবচেয়ে ভালো লাগতো portrait বানাতে, কারণ কারো ছবি আঁকলে সেটা যখন প্রায় মিলে যেতো তখন খুব ভালো লাগতো এবং আরও উৎসাহ পেতাম। এসবের সাথে সাথে সময়ও এগিয়ে যেতে থাকে এবং আমার মাধ্যমিক পরীক্ষা আসন্ন হয়।তখন পড়াশোনার চাপের জন্য বাধ্য হয়ে এই শিল্প জগৎ থেকে দুরে সরে যেতে হয়।তবে ইতিমধ্যেই আমি drawing এ 6th year,classical musicএ 5th year এবং রবীন্দ্রসঙ্গীত এ 4th year কমপ্লিট করেছি।ভেবেছিলাম মাধ্যমিক পরীক্ষা শেষ হলে আবার শুরু করবো কিন্তু pandemic এর জন্য আর হয়ে ওঠেনি।আপাতত বাড়িতেই অভ্যাস চালিয়ে যাচ্ছি। আজ প্রায় ১২ বছর হোলো পড়াশোনার সাথে সাথে গান ও আঁকার সাথে আমার সম্পর্ক এবং সময়ের সাথে সাথে এগুলো আমাকে আরও সমৃদ্ধ করে তুলেছে। বর্তমানে social media অর্থাৎ facebook ও youtube এর মাধ্যমে আমার ভালো লাগা ও সৃষ্টি গুলো সবার সামনে তুলে ধরার সুযোগ পেয়েছি। আমার এই শিল্প জগতে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের শুভেচ্ছা একান্ত কাম্য।