নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৬ সেপ্টেম্বরঃ মহালয়ার সকালে জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় লোকের ভিড় ঠেকাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে জলপাইগুড়ি পুরসভা ও পুলিশ প্রশাসন। রাত ফুরোলেই মহালয়া ও বিশ্বকর্মা পুজা। সেই কারণে জলপাইগুড়ির শহরের বিভিন্ন রাস্তায় সাধারণ মানুষের ভিড় হতে পারে এই করোনা মহামারীর মধ্যেও। সাধারণ মানুষ যেন সামাজিক দূরত্ব বজায় রেখে উৎসব পালন করেন, সে নিয়ে জলপাইগুড়ি পুরসভার প্রয়াস মঞ্চে পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন ও কোতয়ালী থানার পুলিশ এবং ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের নিয়ে একট গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজিত হল।
মহালয়ার সকালে জলপাইগুড়ির তিস্তা নদীর চরে প্রচুর মানুষ ভিড় করে মহালয়া উৎসব পালন করেন ও বিভিন্ন ধরনের বাজি পোড়ান। এবার করোনার কারণে ভিড় করা যাবেনা ও কোনো প্রকার বাজি পোড়ানো যাবেনা। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ কর্মীদের মোতায়ন করা হবে শহরের বিভিন্ন জায়গাতে। এছাড়াও মহালয়ার সকালে বিভিন্ন নদী ও পুকুরে পিতৃ তর্পণ করা হয়। এবছর এক সাথে অনেক জন এই পিতৃ তর্পণ করতে পারবেন না বলে বৈঠক শেষে জানিয়েছেন পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন পাপিয়া পাল। আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন পাপিয়া পাল, প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো, সৈকত চ্যাটার্জি। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন কোতয়ালী থানার আইসি বিপুল সিনহা। ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরাও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন।