নিজস্ব সংবাদদাতাঃ খুঁটি পূজার মধ্যে দিয়ে ৫৭ তম দুর্গোৎসবের সূচনা করলেন কোচবিহার গুড়িয়াহাটি ক্লাবের সদস্যরা। বুধবার সকালে সামাজিক বিধি মেনেই ক্লাব প্রাঙ্গণে খুঁটি পূজা অনুষ্ঠিত হল।
এই দিন গুড়িয়াহাটি ক্লাবের সভাপতি গোপাল সরকার বলেন, অন্যান্যবার আমাদের ক্লাবের বাজেট থাকে ১২ থেকে ১৩ লক্ষ টাকা। কিন্তু এবার করোনা আবহের কারণে কারো কাছে চাঁদা নেওয়া হচ্ছে না। ক্লাবের সদস্যরাই চাঁদা দিয়ে পূজার আয়োজন করছেন। তাই এবার চমক না থাকলেও সামাজিক বার্তা থাকবে গুড়িয়াহাটি ক্লাবের পূজায় বলে জানিয়েছেন ক্লাব সভাপতি গোপাল সরকার। এবছর গুড়িয়াহাটি ক্লাবের পূজার বাজেট ৩ লক্ষ টাকা বলে জানিয়েছেন তিনি।