স্বাধীনতা দিবসে বিশুদ্ধ পানীয় জল

নিজস্ব প্রতিবেদন ঃ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল লাগোয়া কাওয়াখালি নিম তলা এলাকায় আর্থিকভাবে অনগ্রসর বহু মানুষ দিনের পর দিন দূষিত জল পান করছিলেন। নদীর ধারে বসবাস করার সঙ্গে দূষিত জল পান করায় তাঁরা অনেকে অসুস্থ হয়ে উঠছিলেন।শেষমেষ স্বাধীনতার ৭৫ বছর পূর্তিকে স্মরনে রেখে ওই এলাকায় বিশুদ্ধ পানীয় জলের বন্দোবস্ত করলো শিলিগুড়ি রাজবংশী রিপ মিনিস্ট্রি। সোমবার থেকে সেখানে বিশুদ্ধ পানীয় জলের বন্দোবস্ত হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা।সমাজসেবী কৌস্তুভ দত্ত এবং তার স্ত্রী রোজলি দত্তের এই অন্যরকম ভাবনার তারিফ করেন সকলেই।