![IMG_20220816_094730](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/08/IMG_20220816_094730-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তির সঙ্গে সোমবার ১৫ আগস্ট ছিলো শ্রীঅরবিন্দের জন্মদিন। এবছর শ্রীঅরবিন্দের জন্ম সার্ধশতবর্ষ। এ-উপলক্ষ্যে শিলিগুড়ি মিলন পল্লী ডিভাইন লাইফ ফাউন্ডেশনে সকাল থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সেখানে শ্রীঅরবিন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে ইংরেজি, হিন্দি ও বাংলায় বই প্রকাশিত হয়। শ্রীঅরবিন্দের জীবনের বিভিন্ন দিকের ওপর নানা ছবির মালাও সেখানে প্রদর্শিত হয় যাতে নতুন প্রজন্ম শ্রীঅরবিন্দের জীবন দর্শন সম্পর্কে উদ্বুদ্ধ হয়।সমগ্র অনুষ্ঠানের পুরোভাগে ছিলেন বিশিষ্ট অরবিন্দ অনুরাগী সঞ্জয় গোলেচা।
অপরদিকে সোমবার রাজগঞ্জ বন্ধুনগরের অরোগাঁও পাথরঘাটাতে শ্রী অরবিন্দের ১৫০ তম জন্মদিন পালিত হয়।অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন দুধকুমার দাস। শ্রীমায়ের পতাকা উত্তোলন করেন ললিত গোয়েল।সেখানে ভারতের স্বাধীনতা ও শ্রী অরবিন্দ সম্পর্কে আলোচনা করেনতাপস কুমার দত্ত, মনোজ কুমার পানডে, সন্তোষ কুমার দাস।উপস্থিত শিশু কিশোর, ছাত্র ছাত্রীও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরনের সঙ্গে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরন করেন ললিত গোয়েল,দুধ কুমার দাস,তাপস দত্ত
ভিকি আগরওয়াল,সম্পদ রায়,মনোজ পানডে,
সন্তোষ কুমার দাস।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)