নিজস্ব প্রতিবেদন ঃ স্বাধীনতার ৭৫ বছর পূর্তি এবং শ্রীঅরবিন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে শিশু কিশোরদের মধ্যে জাতীয় পতাকা এবং শ্রীঅরবিন্দের ছবি বিতরণ করলো শিলিগুড়ি লেকটাউন কগনিশন এবং কলকাতা জিমখানা। এনজেপি রেল ইন্সটিটিউট মাঠের হল ঘরে সেই অনুষ্ঠান হয়। সেখানে কগনিশনের কর্নধার তথা শিক্ষক দেবরাজ ঘোষ, ব্যাডমিন্টন প্রশিক্ষক প্রিয়রঞ্জন পাল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দেবরাজ জানাচ্ছেন, শ্রীঅরবিন্দের বিরাট ভূমিকা ছিলো দেশের স্বাধীনতা সংগ্রামে।তাই তাঁর অবদান যাতে ছেলেমেয়েরা মনে রাখে সেজন্য শ্রদ্ধা নিবেদনের অঙ্গ হিসাবে তাদের প্রত্যেকের হাতে শ্রীঅরবিন্দের ছবি তুলে দেওয়া হয়। দেবরাজের এই বিশেষ প্রয়াসের তারিফ করেন ব্যাডমিন্টন প্রশিক্ষক প্রিয়রঞ্জন পাল