দক্ষিন শান্তিনগর প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস

নিজস্ব প্রতিবেদন ঃ জলপাইগুড়ি জেলার অন্তর্গত শিলিগুড়ির দক্ষিণ শান্তিনগর প্রাথমিক বিদ্যালয়ে পালিত হল ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস। এদিন এলাকার বয়োজ্যেষ্ঠ নাগরিক আনন্দ রায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। জাতীয় সঙ্গীতের পরেই শুরু হয় অন্যান্য অনুষ্ঠান । বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালন করা হয়। বিদ্যালয়ের শিশুরা দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নাচের মাধ্যমে ভারত মাতাকে সশ্রদ্ধ প্রণাম জানায়। অভিনয়ের মাধ্যমে পরিবেশিত হয় ” বন্দে মাতারম” ,” আমরা করব জয়”, ” নান্না মুন্না” ও একাধিক খন্ড নাট্য চিত্র। বিদ্যালয়ের শিক্ষিকা প্রিয়াঙ্কা চন্দ শিশুদের মনোবলের উৎসাহ দেন, শিক্ষক সাধন মন্ডল স্বাধীনতার তাৎপর্য আলোচনা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন সরকার ভারত বর্ষের স্বাধীনতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে শিক্ষার্থীদের অবগত করেন। তিনি বলেন,”অসংখ্য প্রাণ বিসর্জন ও প্রচুর রক্তক্ষরণের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা যেমন অর্জন করেছি, তেমনই যথেষ্ঠ শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে এই অর্জিত স্বাধীনতাকে এগিয়ে নিয়ে যেতে হবে ।” তিনি আরো জানান, আজকের দিনে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও মনীষী ঋষি অরবিন্দ ঘোষ জন্ম গ্রহণ করেছিলেন। তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপনের ইতি টানেন তাঁরা।