নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়িঃ বুধবার স্টেট গেস্ট হাউসে সাংবাদিক বৈঠকের পরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৃহস্পতিবার থেকে শুরু করে আগামী ৭ দিনের জন্য লকডাউন কার্যকর থাকবে শিলিগুড়ির অন্তর্গত ৪৭টি ওয়ার্ডে।জরুরী পরিষেবা ছাড়া সবকিছুই থাকবে বন্ধ।ইতিমধ্যেই বৃহস্পতিবার সকাল থেকে হাসমিচক,এয়ারভিউ মোড় থেকে শুরু করে গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে শুরু হয়ে গিয়েছে পুলিশের নাকা চেকিং।লকডাউন অমান্য করে অনেককেই দেখা গিয়েছে রাস্তায় ঘুরতে।এরমধ্যেই একাধিক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।
শিলিগুড়িঃবৃহস্পতিবার সকাল থেকে প্রশাসনের নির্দেশ অনুসারে শুরু হয়েছে সম্পূর্ণ লকডাউন সারা শিলিগুড়ি শহর জুড়ে।পাশাপাশি শিলিগুড়ির বিভিন্ন জায়গায় চলছে পুলিশের নাকা চেকিং। বিনা কারণে যারা রাস্তায় বের হচ্ছেন বা মাক্স হেলমেট ঠিকমত পড়ছেন না, লকডাউন অমান্য করছেন সেই সব ব্যক্তিদের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। আজ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসিপি রাজেন ছেত্রী, ভক্তিনগর ট্রাফিক দপ্তরের আইসি সুবিরকুমার দত্তর নেতৃত্বে এই অভিযান চলে শিলিগুড়ি সেবক রোডের বিশাল সিনেমা হল, পায়েল সিনেমা হল এলাকায়।বেশ কিছু ব্যক্তিকে আটক করা হয় অকারণে রাস্তায় বের হওয়ার কারণে।