নিজস্ব প্রতিবেদনঃএবার সিবিএসইর দশম শ্রেনীর ফলাফলে ডুয়ার্সের বিন্নাগুড়ি আর্মি পাব্লিক স্কুলের ছাত্রী হৃষিকা ঘোষ সকলের নজর কেড়েছে। মোট ৫০০ নম্বরের মধ্যে হৃষিকা পেয়েছে ৪৯৫ নম্বর। বিজ্ঞান ৯৭, ইংরেজি ৯৯, অঙ্ক ১০০, এসএসসি ৯৯, হিন্দি ১০০।
ছোট থেকেই পড়াশোনায় খুব মেধাবী হৃষিকা। স্কুলে বরাবর প্রথম হয়ে এসেছে। পড়ার পাশাপাশি বিভিন্ন বই পড়তে সে ভালোবাসে। তার প্রিয় লেখক স্যর আর্থার কোনান ডয়েল৷ কোনান ডয়েল সৃষ্ট শার্লক হোমস হৃষিকার সবচেয়ে প্রিয় গোয়েন্দা। রাতের নির্জনতা ও নিস্তব্ধতা তাকে পড়াশোনায় মনোনিবেশ করতে সাহায্য করে।
ওর বাবা দীপঙ্কর ঘোষ প্রতিরক্ষা বিভাগের কর্মী আর মা পিঙ্কি ঘোষ গৃহবধূ। পড়াশোনার বিষয়ে মা পিঙ্কি ঘোষ চিরকালই উৎসাহিত করে আসছেন হৃষিকাকে। ওর বাবা ওকে পাঠ্যবই সহ অন্যান্য বই জুগিয়েছে। এবার একাদশ শ্রেনীতে ইতিমধ্যেই কলকাতার শ্রীশিক্ষায়তনে পঠনপাঠন শুরু করেছে হৃষিকা। তার পাঠ্য বিষয়গুলো হলো, ফিজিক্স, কেমেস্ট্রি, বায়োলজি, সাইকোলজি।
বিন্নাগুড়ি আর্মি পাব্লিক স্কুলের রেজাল্টের ইতিহাসে হৃষিতার প্রাপ্ত নম্বর সর্বোচ্চ। এতে প্রিন্সিপাল সহ সকলেই খুশি। প্রিন্সিপাল ডঃ শৈলজা চিকারা জানান, হৃষিতার এই সাফল্যে স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মী সকলেই গর্বিত।
বর্তমানে করোনা সঙ্কট কাটিয়ে বিশ্বের মানব সমাজ অতি দ্রুত আপন ছন্দে ফিরবে এবিষয়ে ভাইরোলজিস্টদের ওপর তার গভীর আস্থা। এধরনের সার্বিক সঙ্কট মোকাবিলা দলে আগামী দিনে হৃষিকাও সামিল হতে চায়।