![IMG_20220616_101419](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/06/IMG_20220616_101419-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি শহরকে আবারও পাওয়ার লিফটিংয়ের শহর হিসাবে ঘোষণার দাবি জানালো দার্জিলিং জেলা পাওয়ার লিফটিং এসোসিয়েশন। বুধবার সংস্থার তরফে আন্তর্জাতিক পাওয়ার লিফটার অশোক চক্রবর্তী সহ অন্যরা পুর কর্তৃপক্ষের কাছে ওই দাবি বা প্রস্তাব দিয়েছেন।
অশোকবাবু জানিয়েছেন, শিলিগুড়ি শহর থেকে একের পর এক সব জাতীয় পাওয়ার লিফটার উঠে আসছেন।ঘরে অভাব থাকা সত্বেও শিলিগুড়ির বেশ কিছু পাওয়ার লিফটার জাতীয় স্তরে সাফল্য পেয়েছেন। তাই এ শহরকে পাওয়ার লিফটিংয়ের শহর হিসাবে ঘোষণা করা প্রয়োজন বলে অশোকবাবু জানিয়েছেন।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)