![IMG_20220616_101516](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/06/IMG_20220616_101516-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ জ্যেরিফান নেসা ফাউন্ডেশনের উদ্যোগে এবং দার্জিলিং ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড ফোরাম ও রেগুলেটেড মার্কেট ব্যবসায়ী সমিতির সহযোগিতায় বুধবার শিলিগুড়ি মাল্লাগুড়ি রেগুলেটেড মার্কেট চত্বরে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন মিজানুর করিম, জয়ন্ত ঘোষ, সন্তোষ গুপ্তা, সামসুল হক, দেবু রায়, ইসামুল হক এবং লিগ্যাল এইড ফোরামের সভাপতি অমিত সরকার। ⭕লিগ্যাল এইড ফোরামের সভাপতি অমিত সরকার জানিয়েছেন, মঙ্গলবার ১৪ জুন বিশ্ব স্বেচ্ছা রক্তদাতা দিবস উদযাপিত হয়েছে। এখন চলছে রক্ত দান সপ্তাহ। রক্তের সঙ্কট মেটাতেই তাই ওই শিবিরের আয়োজন হয়।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)