মাছের বাজারে তেমন বিক্রি নেই,জামাই ষষ্ঠীতে চাহিদা কম ইলিশেরও

নিজস্ব প্রতিবেদনঃমাছ অনেক ছিল। রুই কাতল ইলিশ চিংড়ি। আর ইলিশ যে এদিন অন্তত বিশেষ জামাই তা মাছ বিক্রেতারা ধরেই নিয়েছিলেন।তাঁরা ভেবেছিলেন, জামাই ষষ্ঠীতে অন্তত ইলিশবাবার বেশ চাহিদা হবে।মাছেভাতে থাকতে ভালোবাসা বাঙালির বারো মাসে তেরো পার্বনের অন্যতম হল জামাই ষষ্ঠী। জামাইবাবাদের আদর করতে অন্তত এদিন ইলিশবাবার খোঁজাখুঁজি হবে বাজারে।কিন্তু না, করোনার বিধিনিষেধ চলতে থাকায় এবার জমলো না জামাই ষষ্ঠীর মাছের বাজার। বাজারঘাট সকাল দশটার পরিবর্তে সকাল এগারোটা পর্যন্ত এদিন থেকে খোলা থাকে। কিন্তু জামাই ষষ্ঠীর তেমন কেনাকাটা নেই। অনেকের মনে নেই আনন্দ। কারন পকেট খালি।আর করোনার জেরে শুভ বিবাহ অনুষ্ঠানও গত একবছরে অনেক কমে গিয়েছে। অনেকেই অপেক্ষা করছেন কবে করোনা বিদায় নেবে।তাই সবমিলিয়ে বুধবার জামাই ষষ্ঠীর বাজারেও ভাঁটা ছিল শিলিগুড়িতে।