মহিলার মানবিক মুখ

নিজস্ব প্রতিবেদন ঃ রাস্তা দিয়ে যাওয়ার পথে হঠাৎ মানবিকতার পরিচয় রাখলেন এক মহিলা । শনিবার সকাল এগারটা নাগাদ জলপাইগুড়ি শহরের আসাম মোড় এলাকায় হাই রোডের ধারে একটি ভবঘুরে ষাড়কে ধাক্কা মারে কোন এক গাড়ি। গাড়ির ধাক্কায় প্রচন্ড আহত হয় ষাঁড় গরুটি। সেই সময় শিলিগুড়ি থেকে কোচবিহার যাচ্ছিলেন ওই মহিলা।যাওয়ার পথে রাস্তায় এমন চিত্র দেখে গাড়ি থেকে নেমে ষাঁড় গরুটির সেবা করতে নেমে পড়েন মহিলা । স্থানীয়রাও তখন ছুটে আসেন ওই মহিলাকে সাহায্যের জন্য। খবর দেওয়া হয় জলপাইগুড়ি পুরসভায়। গরুটিকে উদ্ধার করে চিকিৎসার বন্দোবস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সকলে।