মিরিক লেকে রঙিন মাছের মৃত্যু

#মিরিক_লেকে_রঙিন_মাছের_মৃত্যু
নিজস্ব প্রতিবেদন ঃ মিরিক লেকে রঙিন মাছের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো । পাহাড় ভ্রমণের অন্যতম পর্যটন কেন্দ্র হলো মিরিক। শনিবার সকাল থেকে মিরিক লেকে মরা মাছ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। এদিন সকালে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা লেক থেকে অন্তত ৩০ টি মৃত মাছ উদ্ধার করেন। ওই মাছের মৃত্যুর পর গোটা এলাকায় পচা গন্ধ ছড়িয়ে পড়ে। মিরিকের প্রশাসনিক আধিকারিকদের মতে, লেকের জল দূষিত হওয়ার কারণেই ওই মাছের মৃত্যু হয়েছে বলে জানা গেছে ।