নিজস্ব প্রতিবেদন ঃ হু হু করে করোনা বাড়ছে দার্জিলিং জেলায়। গতবছর লকডাউনের সময় যেভাবে করোনা আক্রান্ত সংখ্যা ছিল, এবার তার থেকে দ্রুত হারে করোনা বাড়ছে। বৃহস্পতিবার যেখানে জেলায় করোনা আক্রান্ত সংখ্যা ছিল ১০১ জন, শুক্রবার তা হয়ে দাঁড়ায় একলাফে ১৪৩ জনে।দার্জিলিং জেলার অংশ এবং জলপাইগুড়ি জেলার অংশ নিয়ে শিলিগুড়ি পুর এলাকায় শুক্রবার করোনা আক্রান্ত সংখ্যা ছিল ৮৪ জন যা সত্যি উদ্বেগ তৈরি করেছে।করোনার এই আবহেই শনিবার ভোট।
দার্জিলিং জেলায় মোট পাঁচটি বিধানসভা। শিলিগুড়ি, মাটিগাড়া নকশালবাড়ি, ফাঁসিদেওয়া,কার্শিয়াং এবং দার্জিলিং। এই পাঁচ বিধানসভার মোট ১৪১৩টি ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দাতার সংখ্যা ১২ লক্ষ২২ হাজার ১৯০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ লক্ষ নয় হাজার ৯৩৩ জন এবং মহিলা ভোটার ৬ লক্ষ১২ হাজার ২৪৩ জন।তৃতীয় লিঙ্গের ভোটার ১৪ জন। ১৮ থেকে ১৯ বছর বয়সী ভোটার ২৬ হাজার ৪৩৫ জন। জেলার মোট জনসংখ্যা ১৭ লক্ষ৩৮ হাজার৩৮৫ জন।
এবার দেখে নেওয়া যাক দার্জিলিং জেলার পাঁচটি বিধান সভা আসনের বিধান সভা অনুযায়ী তথ্য। ২৩ নম্বর দার্জিলিং বিধানসভার এলাকা ৬৪৮.৬ বর্গ কিলোমিটার, মোট জনসংখ্যা চার লক্ষ ৩০ হাজার ৭৭১ জন। সেখানে মোট থানার সংখ্যা পাঁচটি। মোট ভোটার দুলক্ষ৪১ হাজার৬০৭ জন, পুরুষ ভোটার এক লক্ষ১৮ হাজার ৯৪৮ জন, মহিলা ভোটার এক লক্ষ ২২ হাজার ৬৫৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার দুজন।এই কেন্দ্রে সার্ভিস ভোটার রয়েছেন ৩৯৯৯ জন। মোট ভোটগ্রহণ কেন্দ্র ৩২১টি এবং সহায়ক ভোট গ্রহণ কেন্দ্র ২৮টি। শহর এলাকায় ভোট গ্রহণ কেন্দ্র ৯০টি, গ্রাম এলাকায় ভোট গ্রহণ কেন্দ্র ২৫৯টি।
জেলার ২৪ নম্বর কার্শিয়াং বিধানসভা আসনের এলাকা ১৩৩.১০ বর্গ মাইল। মোট জনসংখ্যা তিন লক্ষ ৩৪ হাজার ২২২ জন, ব্লক সংখ্যা পাঁচ, পুরসভা দুই। থানা মোট চারটে। মোট ভোটার সংখ্যা দু লক্ষ ৩৩ হাজার ৭৮৮ জন, পুরুষ ভোটার এক লক্ষ১৪ হাজার ৩৬১ জন, মহিলা ভোটার এক লক্ষ ১৯ হাজার ৪২৫ জন, তৃতীয় লিঙ্গের ভোটার দুজন, ১৮ থেকে ১৯ বছর বয়সী ভোটার ৪৬৭৩ জন, সার্ভিস ভোটার ২২৩৪ জন, ভোট গ্রহণ কেন্দ্র ২৯২ টি, সহায়ক ভোট গ্রহণ কেন্দ্র ৪২ টি।শহরে ভোট গ্রহণ কেন্দ্র ৪৫ টি, গ্রামে ভোট গ্রহণ কেন্দ্র ২৮৯টি।
জেলার ২৫ নম্বর মাটিগাড়া নকশালবাড়ি আসনের মোট এলাকা ৪২৩.৮০ বর্গ কিলোমিটার। জনসংখ্যা ৩৪ লক্ষ ৮২৯৩ জন। ব্লক দুটি, থানা চারটে।এই কেন্দ্রে মোট ভোটার দুলক্ষ ৮৩ হাজার ৪৫১ জন, পুরুষ ভোটার এক লক্ষ ৪১ হাজার ৩৭৬ জন, মহিলা ভোটার এক লক্ষ ৪২ হাজার ৭৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার দুজন। ১৮ থেকে ১৯ বছর বয়সী ভোটার ৭২৬৯ জন।সার্ভিস ভোটার ১৮৪৫ জন। মোট ভোট গ্রহণ কেন্দ্র ৩০৭টি, সহায়ক ভোট গ্রহণ কেন্দ্র ৮৩টি। গ্রামীণ এলাকায় ভোট গ্রহণ কেন্দ্র ৩৯০টি।
জেলার ২৬ নম্বর শিলিগুড়ি বিধানসভা আসনের মোট এলাকা ৪১.৯০ বর্গ কিলোমিটার, মোট জনসংখ্যা দুলক্ষ ৬১ হাজার ২১২ জন, থানার সংখ্যা তিনটি। মোট ভোটার ২২ লক্ষ ৪৮৮৬ জন।পুরুষ ভোটার ১১ লক্ষ ৪৩৪৯ জন, মহিলা ভোটার ১১ লক্ষ ৫৩১ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন। ১৮ থেকে ১৯ বছর বয়সী ভোটার ৩৩১২ জন, সার্ভিস ভোটার ২৫৮ জন, ভোট গ্রহণ কেন্দ্র ২৪৫ জন, সহায়ক ভোট গ্রহণ কেন্দ্র ৬৮টি। শহরে মোট ভোট গ্রহণ কেন্দ্র ৩১৩টি।
জেলার ফাঁসিদেওয়া আসনের এলাকা ৪৫৩.৯৮ বর্গ কিলোমিটার। জনসংখ্যা ৩১ লক্ষ ৩৭০৮ জন, ব্লক দুটি। থানার সংখ্যা চারটে। মোট ভোটার তেইশ লক্ষ ৮৪৫৮ জন,পুরুষ ১২ লক্ষ ৮৯৯ জন, মহিলা ১১ লক্ষ ৭৫৫৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার দুজন। ১৮ থেকে ১৯ বছর বয়সী ভোটার ৬৪০৬ জন, সার্ভিস ভোটার ৬৪২ জন।ভোট গ্রহণ কেন্দ্র ২৪৮টি , সহায়ক ভোট গ্রহণ কেন্দ্র ৮৫টি।