অক্সিজেনের ঘাটতি মেটাতে শিলিগুড়ি জেলা হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট

নিজস্ব প্রতিবেদন ঃ করোনা সংক্রমণকালে দেশজুড়ে ছিল অক্সিজেন সঙ্কট। সেরকম পরিস্থিতিতে আর যাতে কোনো রোগীকে পড়তে না হয় সে দিক বিবেচনা করেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিলিগুড়ি জেলা হাসপাতালে চালু হলো অক্সিজেন প্লান্ট। মিনিটে ৫০০ লিটার অক্সিজেন তৈরি করে প্রয়োজনীয় রোগীদের অক্সিজেনের চাহিদা মেটাবে শিলিগুড়ি জেলা হাসপাতালের এই অক্সিজেন প্ল্যান্ট। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পর শিলিগুড়ি জেলা হাসপাতালে এই প্ল্যান্ট বসানো হল। বুধবার জেলা হাসপাতাল চত্বরে অক্সিজেন প্লান্টের ফিতা কেটে উদ্বোধন করেন শিলিগুড়ি পুর সভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার।অনুষ্ঠানে পুরসভার মেয়র পরিষদ সদস্য দুলাল দত্ত সহ অন্যরা উপস্থিত ছিলেন। রঞ্জনবাবু জানান,মহারাষ্ট্রের একটি সংস্থার সহযোগিতাতে এই প্লান্টের কাজ করা হয়েছে। এখন থেকে জেলা হাসপাতালে চিকিৎসারত রোগীদের অক্সিজেন চাহিদা মেটাবে এই অক্সিজেন প্ল্য্যান্ট।