মহানন্দা নদীকে দূষণমুক্ত করতে শহরের বাইরে খাটাল সরিয়ে নেওয়ার অনুরোধ পুরসভার

নিজস্ব প্রতিবেদন ঃশিলিগুড়ির মহানন্দা নদী দূষণ রুখতে আরও একধাপ এগোল শিলিগুড়ি পুরসভা । নদীর ধার থেকে খাটাল সরাতে উদ্যোগ নেওয়া হল। বুধবার প্রথম পর্যায়ে বৈঠক সারেন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব।এরপর আরও দুই দফায় খাটাল মালিকদের সঙ্গে বৈঠক করবে পুরসভা। জানা গিয়েছে, নদীকে দূষণমুক্ত করতে শহরের বাইরে খাটাল সরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে মেয়রের তরফে।
বুধবার ১, ৩, ৪২, ৪৩, ৪৪, ৪৬ এবং ৪৭ নম্বর ওয়ার্ডের খাটাল মালিকদের সঙ্গে বৈঠক সারেন গৌতমবাবু । বৈঠকে ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পুর কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘ বৈঠকে খাটাল মালিকদের আবেদন জানানো হয় মেয়রের তরফে। বৈঠক শেষে মেয়রের দাবি, দূষণ রোধে খাটালগুলিকে সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানানো হয়েছে। সদর্থক বৈঠক হয়েছে। আগামী মাসের ১৫ তারিখের মধ্যে খাটাল সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানানো হয়েছে। আগামীতে আরও দুই ধাপে বৈঠক সারা হবে এবিষয়ে।