কুড়ি বছরেরও বেশি সময় ধরে পরিস্কার হয় না নর্দমা, শিলিগুড়ি হায়দরপাড়ার সূর্য শিখা মোড়ে বিশেষ তৎপরতা

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দরপাড়া সূর্যশিখা মোড় এলাকায় একটি নর্দমা কুড়ি বছরেরও বেশি সময় ধরে পরিস্কার হচ্ছিল না।এতে এলাকার পরিবেশ নিয়ে বারবার প্রশ্ন উঠছিলো।বিশেষ করে নর্দমাটি পরিস্কার না হওয়ায় সূর্যশিখা মোড়ের হরিপাল মোড় সংলগ্ন অঞ্চলে একটু বৃষ্টিতেই জল জমে যাচ্ছিলো।তাছাড়া মশা মাছির উপদ্রবতো ছিলোই। সদ্য সমাপ্ত পুর ভোটে ওই ওয়ার্ড থেকে জয়ী হন তৃনমূলের পিঙ্কি সাহা। আর ভোটে জয়ী হয়েই পিঙ্কিদেবী সেই অভিশপ্ত নর্দমা পরিস্কারে তৎপর হলেন।মঙ্গলবার পুরসভার কর্মীরা নর্দমা পরিস্কারের জন্য সকাল থেকে কাজে নেমে পড়েন।এতে এলাকার অনেক বাসিন্দাও খুশি। ওয়ার্ড কাউন্সিলর পিঙ্কি সাহার তরফে তাঁর স্বামী বিবেকানন্দ সাহা জানিয়েছেন, তাঁরা ওয়ার্ডের বিভিন্ন কাজে নজর দেওয়া শুরু করেছেন। এরমধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ হলো ওই নর্দমার সংস্কার।তাঁরা চান না ওই এলাকায় বৃষ্টি হলেই জল জমুক।