হোলির মুখে শান্তির বার্তা নিয়ে অন্যরকম স্বরচিত সঙ্গীতে শিল্পী অদিতি পি চক্রবর্তী

নিজস্ব প্রতিবেদন ঃ দোলপূর্নিমা বা হোলির ঠিক প্রাক মুহুর্তে আবারও নিজের লেখা স্বরচিত সঙ্গীতে সুর দিলেন শিলিগুড়ির সঙ্গীত শিল্পী অদিতি পি চক্রবর্তী। এই সঙ্গীতে তিনি যুদ্ধ নয় শান্তির বার্তাও দিয়েছেন। গানটির গীতিকার ও সুরকার অদিতি পি চক্রবর্তী।
সঙ্গীত ও চলচ্চিত্রায়নে রয়েছেন অদিতিদেবীর ভাই সমর্পন দাস।অদিতিদেবী বলেছেন,
“বর্তমান সময়ে যে যুদ্ধের আবহ
তৈরী হয়েছে তা মানব জাতির অস্তিত্বের পক্ষে অত্যন্ত বিপদজনক।
এই সংকটময় পরিস্থিতিতে দেশকাল নির্বিশেষে মানুষে মানুষে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলতে দোল উৎসব এবং সঙ্গীত উভয়েই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।”
কবি অদিতি দেবী তাই এগিয়ে এসেছেন তার কথা ও সুরের মধ্যে এক চিরন্তন বিশ্ব ভাতৃত্বের ভাবনা নিয়ে যা একাধারে যেমন মানুষকে ভালোবাসার সুরে অনুপ্রাণিত করবে, ঠিক তেমনই রঙের এই উৎসবের মাধ্যমে মানুষের প্রতি মানুষের বিশ্বাস প্রতিস্থাপিত হবে.