নিজস্ব প্রতিবেদন ঃ করোনা সংক্রমনের কারণে নির্বাচন পিছিয়ে যেতেই শিলিগুড়িতেন প্রার্থীরা ওর্য়াডবাসিকে সচেতনতার বার্তা দিতে নেমে পড়লেন।নির্বাচনের দিন পিছিয়ে যেতেই রবিবাসরীয় প্রচারের রূপরেখা পরিবর্তন করে মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করতে দেখা গেল বিভিন্ন দলের প্রার্থীদের।প্রথমে ২৭ নম্বর ওর্য়াডের বিজেপি প্রার্থী রণবীর মজুমদার তার পুরো ওয়ার্ড স্যানিটাইজ করে সচেতনতার বার্তা পৌঁছে দিলেন ওয়ার্ডবাসীদের কাছে।অন্যদিকে রবিবার ফুলেশ্বরী বাজারে ভিড়ের মাত্রা বেশী থাকে।২৪ নম্বর ওর্য়াড তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতুল চক্রবর্তী বাজার করতে আসা সকলের উদ্দেশ্যে সচেতনতার বার্তা পৌঁছে দিতে মাক্স বিলি করেন।তার সঙ্গে স্যানিটাইজের ব্যবস্থা করেন।প্রার্থীর বক্তব্য, সকলকে সচেতন হতে হবে এবং করোনাকে হারাবোই আমরা।এদিকে এদিন ২৩নম্বর ওর্য়াডে তৃনমুল প্রার্থী লক্ষী পালের সমর্থনে ওর্য়াড তৃণমূল কর্মীদের সঙ্গে ৩৩ নম্বর ওর্য়াডের প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী গৌতম দেবকে পদযাত্রায় পা মেলাতে লক্ষ্য করা যায় ।