
নিজস্ব প্রতিবেদন ঃ রেল মন্ত্রকের পাশাপাশি ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহতদের আর্থিক ক্ষতিপূরণ দিল রাজস্থান সরকার। গুরুতর আহতদের এক লক্ষ ও অল্প আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেবে রাজস্থান সরকার। রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, দোমহনীর ট্রেন দুর্ঘটনায় রাজস্থানের আট জন জখম হয়েছেন। তার মধ্যে পাচঁজন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটাল এবং তিনজন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার সকালে ফের আহতদের খোঁজখবর নিতে যান রাজস্থানের শক্তি প্রতিমন্ত্রী ভাওয়ার সিং ভাটি। এদিকে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে , এই মুহুর্তে হাসপাতালে ওই দুর্ঘটনায় আহত দুজন ট্রমা কেয়ার, মেল অর্থোপেডিক বিভাগে তিনজন, একজন ফিমেল অর্থপেডিক ও দুজন সার্জারী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন৷ হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত বলেন, “খুব ভালো চিকিৎসা চলছে। কোন সমস্যা নেই। যাদের অস্ত্রোপচারের প্রয়োজন ছিল সেটা করা হয়েছে।” ঘটনায় আহত ধর্মেন্দ্র চৌধুরী বলেন, “খুব ভালো চিকিৎসা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ খুব ভালো সহযোগিতা করেছে। আমাদের ক্ষতিপূরণ দিয়েছে রাজস্থান।”
#ময়নাগুড়ি_ট্রেন_দুর্ঘটনায়_আহতদের
#একজন_করোনা_আক্রান্ত
নিজস্ব প্রতিবেদন ঃ ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনায় আহত এক ব্যক্তি করোনায় আক্রান্ত। শনিবার সকালে ওই ব্যক্তির করোনার রিপোর্ট পজিটিভ আসে বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহতদের মধ্যে ছিলেন কোচবিহারের পুন্ডিবাড়ির বাসিন্দা মানিক ওরাঁও। জয়পুর থেকে পরিবারের তিন সদস্যদের সঙ্গে বাড়ি ফিরছিলেন তিনি। তার বাম পা ওই দুর্ঘটনায় গুরুতর জখম হয়। সেদিন রাতেই লঘু অস্ত্রোপচার করা হয়। এরপর তাকে সার্জিক্যাল ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। এরপর এদিন সকালে তার ড্রেসিংও হয়। রাতে তার লালারসের নমুনা পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভাইরাল রিসার্চ এন্ড ডায়গনস্টিক ল্যাবরেটরিতে পাঠালে এদিন সকালে তার রিপোর্ট পজিটিভ আসে। রিপোর্ট পজিটিভ আসায় তাকে কোভিড ব্লক টুতেস্থানান্তরিত করা হয়। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত বলেন, “কোভিড হলেও চিকিৎসা একইরকম চলবে। বাকি রোগীরা যাতে আক্রান্ত না হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। রোগীকে কোভিড ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে।”
