
নিজস্ব প্রতিবেদন ঃ দুবাই হয়ে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলেন শিলিগুড়ি তথা বাংলার গর্ব জাতীয় ক্রিকেটার রিচা ঘোষ।ওয়ান সিরিজের জন্য জাতীয় দলের কন্ডিশনিং শিবিরে যোগ দিচ্ছেন রিচা।তিন মাস ধরে চলবে তাঁর অনুশীলন। এদিন বাগডোগরা থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে পাড়ি দেন রিচা। সেখান থেকে দুবাই হয়ে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। এদিন সকালে রিচার বাড়িতে গিয়ে তাঁকে সংবর্ধনা জানায় শিলিগুড়ি রেফরি এন্ড আম্পায়ার্স এসোসিয়েশন। তাঁর হাতে সংস্থার লোগো সম্বলিত ট্র্যাক স্যুট তুলে দেওয়া হয়। তার পাশাপাশি মিস্টি, ফুলের তোড়া দিয়ে আগামীতে তাঁর আরও সাফল্য কামনা করা হয়। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা রেফরি এন্ড আম্পায়ার্স এসোসিয়েশনের সহ সম্পাদক রানা দে সরকার, সুব্রত ঘোষ,কার্যকরী সভাপতি প্রবীর মন্ডল, সংস্থার কার্যকরী কমিটির সদস্য ষষ্ঠী বিশ্বাস, সাধারণ সদস্য তথা জাতীয় রেফরি শুভম মন্ডল,প্রতীক, রিচা ঘোষের বাবা তথা ওই সংস্থার সদস্য মানবেন্দ্র ঘোষ,রিচা ঘোষের কাকা কৌশিক ঘোষ প্রমুখ।
