নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃঃ শিলিগুড়িতে সামাজিক কাজের জন্য একদল মহিলা মিলে গঠন করেছেন “সৌমী” নামে একটি সংস্থা। সেই সংস্থার উদ্যেগে বুধবার জলপাইগুড়ি জেলার পতাকাটা কলোনির ডেঙ্গুয়াঝাড়ের বাসিন্দা স্বপন শীলকে একটি হুইলচেয়ার প্রদান করা হলো। একটি ছোট্ট পানের দোকানের উপর ভরসা করে সংসার চালাতেন ওই ব্যক্তি । তার স্ত্রী , একটি ছেলে ও একটি মেয়েকে নিয়ে চারজনের সংসার পানের দোকানের উপর ভরসা করে খুব কষ্ট করে চলতো।গত ১২ অক্টোবর হঠাৎ করে তার স্ট্রোক হয়। ১৪ অক্টোবর শিলিগুড়ির একটি নার্সিং হোমে ব্রেন অপারেশন হয়। এখন তিনি সম্পূর্ণভাবে শয্যাশায়ী। খুবই খারাপ অবস্থা।সংসার চালানো ও প্রতিদিনের ওষুধের খরচ চালানোর জন্য স্বপনবাবুর ছেলে টোটো চালাতে শুরু করেছে। পড়াশোনা বন্ধ। মার্চমাসে আবার অপারেশন করতে হবে।ওই পরিবারের আবেদনে সাড়া দিয়ে সমাজসেবী শক্তি পালের কাছ থেকে খবর পেয়ে সৌমীর সদস্যারা জলপাইগুড়ি জেলার পাতকাটা কলোনিতে গিয়ে বুধবার একটি হুইলচেয়ার দিয়ে আসে।যাতে তিনি বসতে পারেন। সেই অসহায় পরিবারের আবেদনে সাড়া দিয়ে সৌমির সদস্যারা প্রতিশ্রুতি দিয়ে আসেন, মার্চমাসের অপারেশনের সময় তারা সাধ্যমতো আরও সাহায্যে করবেন ও পাশে থাকবেন।সৌমীর তরফে সভাপতি মিলি সিনহা ,সম্পাদিকা শ্রাবণী চক্রবর্তী,সঙ্গীতা সিনহা,সুজাতা মহন্ত,অর্চনা,নবনীতা,রীতা বিশ্বাস,বৈশালী দত্ত,দীপ্তি পাল ও মিঠুর সেখানে উপস্থিত ছিলেন।শক্তি পাল বলেছেন,তারাও ওই পরিবারের পাশে থাকবেন।