নিজস্ব প্রতিবেদন : গত ১২ই ডিসেম্বর ছিলো সেবা দিবস।সেই বিশেষ দিনকে সামনে রেখে শিলিগুড়ির মা সুধাংশু বালা সারস্বত মহিলা সংঘ বেশ কিছু বস্ত্র তুলে দেয় ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটিকে।ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি থেকে নতুন পুরনো মিলিয়ে সেই বস্ত্র তুলে দেওয়া হয় বাগডোগরা এলাকার একটি চা বাগানে।সেই চা বাগানের হতদরিদ্র শ্রমিকেরা সমাজসেবী পূজা মোক্তার এর হাত থেকে বস্ত্র পেয়ে বেশ খুশি। পূজা মোক্তার প্রায় প্রতিদিনই কিছু না কিছু সামাজিক ও মানবিক কাজ করে চলেছেন। তাঁকে সাহায্য সহযোগিতা করার জন্য গুগল পে নম্বর 8918354785। সকলের সহযোগিতা পেলে মানবিক ও সামাজিক কাজ করার প্রক্রিয়া চালিয়ে যাওয়া আরও সহজ হয় বলে পূজাদেবী জানিয়েছেন। মা সুধাংশু বালা সারস্বত মহিলা সংঘের তরফে কবিতা বনিক সহ অন্যরা পূজাদেবীর কাজের তারিফ করেন।পূজাদেবীর মাধ্যমে প্রতিদিনই কিছু না কিছু মানুষের মুখে হাসি ফুটছে।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন–