মুক্তি যুদ্ধে বি এস এফের ভূমিকা নিয়ে সচেতনতা

নিজস্ব প্রতিবেদন ঃ মুক্তি যুদ্ধে_ বি এস এফ এর ভূমিকা ঠিক কি ছিল তা নিয়ে নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এবার উদ্যোগী হলো বিএসএফ। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বি এস এফ এর একটি শৌর্য প্রদর্শনী যাত্রা স্কুলপড়ুয়া থেকে সাধারন মানুষের মধ্যে দারুণ সাড়া ফেলে।মুক্তি যুদ্ধের ৫০বছর উপলক্ষে বিএসএফের পক্ষ থেকে স্বর্ন জয়ন্তী শৌর্য প্রদর্শনী যাত্রা গত ৩ ডিসেম্বর কলকাতা থেকে শুরু হয়েছে। বিভিন্ন সীমান্ত পার করে এই র‍্যালিটি মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ি শহরে ফণীন্দ্র দেব বিদ্যালয়ে এসে পৌছায়। এদিন জলপাইগুড়ি ফনীন্দ্রদেব বিদ্যালয়ের মাঠে বিএসএফ এর জলপাইগুড়ি সেক্টরের ১৮০ নম্বর ব্যাটেলিয়ানের পক্ষ থেকে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। যেখানে বি এস এফ জওয়ানেরা ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কিভাবে তাদের অস্ত্র প্রশিক্ষন সহ বিভিন্ন বিষয়ে তালিম দিয়ে তাদেরকে দিয়ে পাকিস্থানি ফৌজের সাথে লড়াই করে বাংলাদেশকে স্বাধীন করে তার বিস্তারিত তথ্য ছবি ও তথ্য চিত্রের মাধ্যমে প্রদর্শিত করা হয়।
ঘটনায় ১৮০ নম্বর ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার বিজয় পাল সিং বলেন সাধারন মানুষের সাথে বিএসএফের সুসম্পর্কের বিষয়টি যেমন আমরা তুলে ধরছি তেমনি মুক্তি যুদ্ধে বিএসএফ এর অবদান কী ছিল সেই বিষয়টি আমরা চিত্র প্রদর্শিনীর মাধ্যমে তুলে ধরছি। এরপর র‍্যালিটি চ্যারাবান্ধা হয়ে কোচবিহারের দিকে রওনা দেয়। স্কুল পড়ুয়া আরিয়ান বোস বলেন আজকের র‍্যালির মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধে বি এস এফ এর ভূমিকা সম্পর্কে অনেককিছু জানতে পারলাম। যা আমাদের অনেকটাই অজানা ছিলো। এই ধরনের উদ্যোগ আমাদের খুব কাজে লেগেছে।