শীতের মুখে দুঃস্থ মহিলাদের মধ্যে কম্বল বিতরন

নিজস্ব প্রতিবেদন ঃ শীত চলে আসছে। আর শীতের মুখে শুভ দীপাবলি উপলক্ষে সোমবার “পূর্ণিমা বসু মেমোরিয়াল ট্রাস্টের” পক্ষ থেকে শিলিগুড়ি দেশবন্ধুপাড়া ভারতী সংঘের শ্যামাপূজা প্রাঙ্গণে বিশেষ মানবিক কর্মসূচির অঙ্গ হিসেবে একশো জন দুঃস্হ মহিলাকে কম্বল দান করা হয়। ওই অনুষ্ঠানে ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর স্বাতী দাসসহ বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানের শুরুতে ব্যতিক্রমী একজন সমাজকর্মী হিসাবে নীতিশ বসুকে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।কর্মসূচির উদ্বোধনকালে ট্রাস্টের চেয়ারম্যান নীতিশ বসু তাঁর বক্তব্যে “মানবতার সেবাই প্রকৃত ঈশ্বর সেবা”এই ব্রত নিয়ে ট্রাস্টের সমাজকর্মীগন যেসব বহুমুখী মানবিক ও সেবামূলক কাজ করে চলেছেন-তার বিবরণ মেলে ধরেন । শ্যামামায়ের প্রতিকী ঈশ্বর আরাধনার পাশাপাশি আজ এই মানবীরূপী প্রকৃত ঈশ্বর সেবার সুব্যবস্হা করবার জন্য তিনি ভারতী সংঘের কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন জানান।ব্যতিক্রমী সেবামূলক কাজের মাধ্যমে তার এলাকার এই”পূর্ণিমা বসু মেমোরিয়াল ট্রাস্ট”যেভাবে দুঃস্হ অসহায় মানুষের পাশে থেকে সহায়তা দান করে চলেছে-সেজন্য বর্তমান ও প্রাক্তন কাউন্সিলরগন ট্রাস্ট ও তার কর্ণধার নীতিশ বসুর বিশেষ প্রশংসা করেন ।এই কর্মসূচিকে ঘিরে এলাকার মানুষের মধ্যে বিশেষ উৎসাহ পরিলক্ষিত হয়।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —