গাছের পাতায় রোদের ঝিকিমিকি, আমায় চমকে দাও — গাছ ফোঁটায় অংশ নিলেন এই বোনেরা

নিজস্ব প্রতিবেদন ঃ পরিবেশ রক্ষার জন্য অভিনব ভাইফোঁটার আয়োজন। বোনরা যেমন ভাইকে ফোঁটা দিয়ে তার দীর্ঘায়ু কামনা করে তেমনই মঙ্গলবার বোনেরা গাছকে ভাই বানিয়ে গাছের পাতা এবং গাছের গোড়ায় ফোঁটা দিয়ে গাইলেন,ওই গাছের পাতায় রোদের ঝিকিমিকি, আমায় চমকে দাও,চমকে দাও। পরিবেশ রক্ষার বার্তা দিয়ে বোনেরা বললেন,
আপনারা সবাই মিলে গাছ লাগান এবং পরিবেশ সুস্থ রাখুন।বাতাসে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করুণ। কারন একটি গাছ একটি প্রান।
আর গাছকে ভাই বানিয়ে ফোঁটা দেওয়ার সময় বোনেরা রীতিমতো উপোস করেছিলেন।কোচবিহারের স্টেশন চৌপতি তুফানগঞ্জ রোডে রাজ আমলের প্রাচীন তল্লি গাছ এবং কোচবিহার শাল বাগানের গাছে তাঁরা ফোটা দেন।এই
গাছ ফোঁটায় অংশ নেন প্রিয়াঙ্কা রায়, পিংকি রায়, প্রিয়া সরকার, অর্পিতা শর্মা এবং শংকর রায়।
সমস্ত কর্মকাণ্ডের ব্যবস্থায় ছিলো আস্থা ফাউন্ডেশন
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—-