শিলিগুড়িতে কিছু নার্সিং হোম স্বাস্থ্য সাথি কার্ড গ্রহণ না করায় ক্ষোভ

নিজস্ব প্রতিবেদন ঃশিলিগুড়িতে কিছু নার্সিং হোম রাজ্য সরকারের স্বাস্থ্য সাথি কার্ড গ্রহণে উৎসাহ দেখাচ্ছে না। স্বাস্থ্য সাথি কার্ডে কেন তাঁরা চিকিৎসা করতে চাইছে না, তা নিয়ে এবার নড়েচড়ে বসলো জেলা স্বাস্থ্য প্রশাসন। সেই সব নার্সিং হোমকে শোকজ প্রয়োজনে লাইসেন্স নবীকরণে প্রশাসন কড়া মনোভাব গ্রহন করবে।এর আগে পাঁচটি নার্সিং হোমকে শোকজ করা হয়েছিল, এরমধ্যে দুটি নার্সিং হোমতো শোকজের পরও স্বাস্থ্য সাথি কার্ডকে পাত্তাই দিতে চাইছে না।সেই সব নার্সিং হোমের বিরুদ্ধে তাঁরা এবার রেয়াত করে কথা বলবেন না বলে শুক্রবার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ তুলসি প্রামাণিক জানিয়ে দিয়েছেন। শিলিগুড়ির মেয়র গৌতম দেবও বিষয়টি এদিন পরিস্কার করে জানিয়ে দিয়েছেন। গৌতমবাবু বলেন, কলকাতায় কোনো নার্সিং হোম রোগী চিকিৎসার ক্ষেত্রে স্বাস্থ্য সাথি কার্ড ফিরিয়ে দিচ্ছে না। তবে শিলিগুড়িতে কেন তা ফিরিয়ে দেওয়া হচ্ছে।
শিলিগুড়িতে নার্সিং হোমগুলো কেন স্বাস্থ্য সাথি কার্ড গ্রহণ করছে না, ডেঙ্গু চিকিৎসায় নার্সিং হোমগুলোর ভূমিকা কি তা নিয়ে বৈঠক বসে।বৈঠকে মেয়র গৌতম দেব ছাড়াও জেলা স্বাস্থ্য প্রশাসনের আধিকারিক এবং নার্সিং হোম মালিকরা উপস্থিত ছিলেন। সেখানেই বেশ কিছু নার্সিং হোমের বিরুদ্ধে স্বাস্থ্য সাথি কার্ড গ্রহণে অনীহার অভিযোগ ওঠে। যদিও কিছু নার্সিং হোম আবার স্বাস্থ্য সাথি কার্ড গ্রহণ করছে যথাযথভাবে।