নিরাশ্রয়দের নিয়ে জন্মদিন ছোট্ট শিশু আরিসার

নিজস্ব প্রতিবেদন ঃ ডুয়ার্সের বীরপাড়া এথেলবাড়িতে রয়েছে নিরাশ্রয়দের জন্য হেভেন শেল্টার হোম। ওই এলাকায় বস্ত্র ব্যাঙ্ক তৈরি করে নজির সৃষ্টি করা বিশিষ্ট সমাজসেবী সাজু তালুকদারের উদ্যোগে ওই হেভেন শেল্টার হোমটি তৈরি হয়েছে। বর্তমানে সেই শেল্টার হোমে ১৮ জন আবাসিক রয়েছেন। বিভিন্ন মানুষের মানবিক সহায়তায় চলছে এই শেল্টার হোম। বুধবার সেই হোমে দুবছরের শিশু আরিসার জন্ম দিন পালিত হল।আরিসার বাড়ি জলপাইগুড়িতে। তার বাবা অরিজিৎ বিশ্বাস এবং মা শারনী বিশ্বাস। তাদের রয়েছে আনন্দম কিন্ডার স্কুল। এদিন আরিসার জন্মদিন কেক কেটে উদযাপিত হলো হেভেন শেল্টার হোমে। আবাসিকদের মধ্যাহ্ন ভোজনের মেনুতে ছিল ভাত ডাল ভাজা সব্জি মাংস চাটনি মিস্টি। আবাসিকরাও পেট পুরে খাবার খেয়ে মনপ্রাণ ভরে নির্ভেজাল আর্শীবাদ করে ছোট্ট শিশু আরিসাকে। আগামীতে আরও কেও এ ধরনের অনুষ্ঠান করলে সাজু তালুকদারের সঙ্গে যোগাযোগ করতে পারেন ৯০০২৯৯০৭৯৭ নম্বরে।