নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ১৫ সেপ্টেম্বরঃ উদ্বেগ বাড়িয়ে শিলিগুড়িতে একধাপে অনেকটাই বেড়ে গেল করোনা আক্রান্তের সংখ্যা। সোমবার শিলিগুড়িতে ৪৫ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পরার পর মঙ্গলবার একধাপে অনেকটাই বেড়ে গেল করোনা সংক্রমণ। মঙ্গলবার শিলিগুড়িতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭১ জন। পাল্লা দিয়ে সোমবারের তুলনায় মঙ্গলবার দার্জিলিং জেলাতেও অনেকটাই বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। সোমবার দার্জিলিং জেলায় আক্রান্তের সংখ্যা ছিল ৬৬। মঙ্গলবার উদ্বেগ বাড়িয়ে দার্জিলিং জেলায় নতুন করে করোনা আক্রান্ত ১২৫ জন। দার্জিলিং জেলার অন্তর্গত শিলিগুড়ি পুর এলাকার ৩৩ টি ওয়ার্ডে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৪ জন এবং জলপাইগুড়ি জেলার অন্তর্গত শিলিগুড়ি পুর সভার সংযোজিত এলাকার ১৪ টি ওয়ার্ডে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন মোট ২৭ জন।
এদিন শিলিগুড়ি মহকুমার নক্সালবাড়ি ব্লকে ২১ জন, খড়িবাড়ি ব্লকে ১ জন, মাটিগাড়া ব্লকে ২০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জিটিএ এলাকার সুকনায় ৪ জন, বিজনবাড়িতে ৩ জন, সুখিয়াপোখরিতে ১১ জন, দার্জিলিং পুর এলাকায় ১৮ জন, কার্শিয়াং পুরসভা এলাকায় ১ জন এবং মিরিক পুর এলাকায় ২ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমনের খবর মিলেছে।
মঙ্গলবার দার্জিলিং জেলার বিভিন্ন সরকার অধিগৃহীত কোভিড হাসপাতাল, সেফ হোম এবং হোম আইসোলেশন থেকে মোট ৪০ জন করোনা মুক্ত হয়েছেন বলে জানিয়েছেন দার্জিলিং জেলাশাসক এস পন্নমবলম।তবে দার্জিলিং জেলায় কিছুটা স্বস্তি দিয়ে মঙ্গলবার নতুন করে করোনায় কোন মৃত্যুর খবর পাওয়া যায় নি।