শ্রীঅরবিন্দ স্মরনে স্বাস্থ্য পরীক্ষা শিবির

নিজস্ব প্রতিবেদন ঃ শ্রীঅরবিন্দের ১৫০তম জন্মশতবার্ষিকী উপলক্ষে রবিবার ১৪ ই আগস্ট রাজগঞ্জের বন্ধু নগর এলাকার পাথরঘাটা কলোনি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।ওই শিবিরে শ্রীমায়ের পতাকা উত্তোলন করেন ডিভাইন লাইফ ফাউন্ডেশনের তরফে ললিত গোয়েল।প্রদীপ প্রজ্জলন করেন সমাজসেবী অজয় ধনওটিওয়াল এবং ডিভাইন লাইফ ফাউন্ডেশনের অন্যতম কর্ণধার সঞ্জয় গোলেচা।সেখানে উপস্থিত ছিলেন দিলীপ আগরওয়াল, চন্দ্রকান্ত মহতা,
মহারাজ অগ্রসেন হসপিটালের
সৌজন্যে ডঃ আসিফ খান ডঃওয়াসিম আকতার ও সহকারিণী সমাপ্তি দাস,পূর্ণিমা ভদ্র,নীলাঞ্জনা রায় এবং শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটালের ডাঃ চাওদার কুমার তিওয়ারি,ডঃ শুভদীপ সিদ্ধানত। সেখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ৬২জনের চোখ, ১০ জন শিশু,এবং ৭০ জন সাধারণ রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তাদের বিনামূল্যে ওষুধ প্রদানেরও ব্যাবস্থা করা হয়েছে। সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন তাপস কুমার দত্ত ও দুধ কুমার দাস।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিভাইন লাইফ ফাউন্ডেশনের অদিতি গ্রুপের সদস্যাবৃন্দ।