নিজস্ব প্রতিবেদন ঃ অনাথ শিশুদের কথা চিন্তা করে দিনের পর দিন অসাধারণ কাজ করে চলেছেন এক মহিলা। তাঁর নাম বিচিত্রা গাঙ্গুলি। রবিবার শিলিগুড়ি বাবুপাড়ার শক্তি সোপান ক্লাবে তিনি এক প্রদর্শনী বা বিক্রয় কেন্দ্রের আয়োজন করেন। এরপর জলপাইগুড়ি, কোচবিহার, গুয়াহাটিতে তাঁর প্রদর্শনী বিক্রয় কেন্দ্র বসবে। সেই সব বিক্রি থেকে সংগৃহীত অর্থের কিছু অংশ দিয়ে তিনি অনাথ আশ্রমের শিশুদের পাশে দাঁড়াবেন। রবিবার সেই প্রদর্শনীতে এসে বিচিত্রাদেবীর এই অসামান্য মহৎ প্রয়াসের তারিফ করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী পাঞ্চালি চক্রবর্তী