একজন মানুষের সুনাগরিক হয়ে ওঠার পিছনেও কবিতার সৃজনশীলতার অবদান অনস্বীকার্য

নিজস্ব প্রতিবেদন ঃ কবিতা একটি শিল্প। কবিতা চর্চায় মন ভালো থাকে। একজন মানুষের সুনাগরিক হয়ে ওঠার পিছনেও কবিতার সৃজনশীলতার অবদান অনস্বীকার্য। শিলিগুড়িতে দু’দিনের কর্মশালায় যোগ দিতে এসে এমন বার্তাই দিলেন বিশিষ্ট বাচিক শিল্পী দেবেশ ঠাকুর। সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা সম্প্রীতি এবং সৌমি যৌথভাবে গত ১৩ ও ১৪ আগস্ট শিলিগুড়ি কলেজে এক কর্মশালার আয়োজন করে। আবৃত্তি, শ্রুতি নাটক, সঞ্চালনা শিক্ষা এবং নাটকের ওপর ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। আশি জনেরও বেশি শিক্ষার্থী তাতে যোগ দেন। সেখানে প্রশিক্ষক হিসাবে যোগ দেন বিশিষ্ট বাচিক শিল্পী দেবেশ ঠাকুর। অনুষ্ঠানে অতিথি হিসাবে শিলিগুড়ির মেয়র গৌতম দেব ছাড়াও সম্প্রীতির সভাপতি জয়ন্ত কর,সৌমির সভানেত্রী মিলি সিনহা, সম্পাদিকা শ্রাবনী চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। খবরের ঘন্টার তরফে নন্দিতা ভৌমিকও প্রশিক্ষণে শিক্ষার্থী হিসাবে যোগ দেন। দু’দিন ধরে সেই কর্মশালা বেশ প্রানবন্ত হয়ে ওঠে।