নিজস্ব প্রতিবেদন ঃ আলিপুরদুয়ারের বক্সা থেকে প্রায় ৩২০০ ফুট উঁচুতে জজরয়েছে প্রত্যন্ত সাতটি গ্রাম । তার মধ্যে একটি হল লেপচাখা। ১৫ কিলোমিটার দুর্গম পাহাড়ি পথ ধরে পৌঁছতে হয় সেখানে। পায়ে হেঁটে কার্যত ট্রেকিং করেই সেখানে যেতে হয়। আশপাশের তিনটি গ্রামে ৮0টি দুঃস্থ লেপচা পরিবারের বসবাস। গত ১৪ আগস্ট শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন টিমের সদস্যরা রওনা হয়েছিলেন সেই প্রান্তিক গ্রামগুলোর উদ্দেশ্যে । রবিবার স্বাধীনতা দিবসের সকালে সেই গ্রামে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি গ্রামবাসীদের মধ্যে খাদ্যসামগ্রী এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণের মাধ্যমে অন্যরকম স্বাধীনতার শ্রদ্ধাজ্ঞাপন করলো ইউনিক ফাউন্ডেশন । করোনার এই দুর্যোগময় পরিস্থিতিতে আপনারাও অসহায় মানুষদের পাশে থাকুন। যোগাযোগের নম্বর 9832059246, 8637302966