নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি ঃ শনিবার ছিলো বনদপ্তরের বনমহোৎসবের শেষ দিন।অন্যদিকে এদিনই ছিলো দেশের ৭৪তম স্বাধীনতা দিবস। আজকের এই মহৎ দিনটিকে স্মরণীয় করে রাখতে একটি বিশেষ উদ্যোগ নেয় জলপাইগুড়ি জেলা বনদপ্তর। এদিন জলপাইগুড়ি তিস্তা উদ্যানে একটি অনুষ্ঠানের মাধ্যমে জেলার করোনা জয়ী ও যোদ্ধাদের সংবর্ধনা দেয় বনদপ্তর। এছাড়াও জেলাতে করোনায় আক্রান্ত হয়ে যেসব রোগী মারা গিয়েছে তাদের স্মরণে বৃক্ষরোপন করা হয়।
জলপাইগুড়ি তিস্তা উদ্যানে আজ বনদপ্তরের পক্ষথেকে বনমহোৎসব ২০২০র সমাপ্তি অনুষ্ঠান করা হয়। এই অনুষ্ঠান মঞ্চে জেলার করোনা জয়ী ও করোনা যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা শাসক অভিষেক তিওয়ারি, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, বন্যপ্রাণী বিভাগের বিভাগীয় বনাধিকারিক নিশা গোস্বামী, বিভাগীয় বনাধিকারিক মৃদুল কুমার, অঞ্জন গুহ সহ অন্যান্য বনাধিকারিকরা। আজ সব মিলিয়ে মোট ২৪জনকে সংবর্ধনা দেওয়া হয়। একটি করে স্মারক ও ফুলের তোড়া তুলে দেওয়া হয় করোনা যোদ্ধা ও করোনা জয়ীদের হাতে। এছাড়াও এখনো পর্যন্ত জেলায় করোনাতে আক্রান্ত হয়ে যেসমস্ত রোগীর মৃত্যু হয়েছে তাদের স্মরণে তিস্তা উদ্যানে একটি করে চারা গাছ লাগান অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।জলপাইগুড়ি জেলা শাসক অভিষেক তিওয়ারি বলেন আমরা এই স্বাস্থ্য দপ্তরের করোনা যোদ্ধাদের সামনে রেখে করোনার মতো মহামারীর সাথে লড়াই করে চলছি। সেকারনেই এই যোদ্ধাদের সামান্য সংবর্ধনা দেওয়া হচ্ছে, এর ফলে এই যোদ্ধারা আরো উজ্জীবিত হবে। জলপাইগুড়ি জেলার উদ্যান ও কানন বিভাগের বিভাগীয় বনাধিকারিক অঞ্জন গুহ বলেন আমরা জেলার সমস্ত করোনা যোদ্ধাদের এখানে আনতে পারিনি কিন্তু তাদের প্রতিনিধিদের এখানে এনে করোনা যোদ্ধাদের মানসিক সমর্থন দিতেই আমাদের এই সংবর্ধনা অনুষ্ঠান।