নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃঃ স্বাধীনতা দিবসে রাস্তায় পড়ে থাকা মানসিক ভারসাম্যহীনদের খাবার ও সেবা দিয়ে অন্যরকমভাবে মানবিক স্বাধীনতা দিবস পালন করলেন শিলিগুড়ি চম্পাসারির একদল তরুন।এদের মধ্যে রয়েছেন কানাই মহান্ত ছাড়া পিন্টু মহান্ত,সুনীল বর্মন, মহেশ মাহাতো,নীলমনি মহান্ত,সুভাস দে সহ আরও কয়েকজ। প্রতি বছর স্বাধীনতা দিবস এলে এক বাইকে অনেকজনকে চাপিয়ে বেরিয়ে পড়েন কানাই মহান্তরা।এরজন্য তারা ইন্ডিয়া ওয়ার্ল্ড রেকর্ডসে তাদের নাম তুলেছেন।এবার তারা অন্যরকম মানবিক মুখের পরিচয় দিলেন।বুধবার সকালে তারা জাতীয় পতাকা উত্তোলন করে বেরিয়ে পড়েন।প্রথমে চম্পাসারি মোড়।তারপর প্রধান নগর,মহানন্দা সেতু সহ বিভিন্ন স্থান।রাস্তার মধ্যে দিনের পর দিন না খেয়ে পড়ে থাকে অনেক মানসিক ভারসাম্যহীন। কারও শরীরে পোকা,কারও শরীরে কেটে গিয়ে ঘা তৈরি হয়েছে।কেউ তাদের দিকে ফিরেও তাকায় না।এদিন কানাইবাবুরা তাই দেশের পতাকাকে সেলাম জানিয়ে বেরিয়ে পড়েন এই সব অসহায় মানুষদের সেবা করতে।তাদেরকে তারা পেট ভরে মাংস,ডিম ভাত খাইয়ে দেন। তারপর তাদের ক্ষতস্থানে মলম লাগিয়ে দেন।সকাল থেকে দুপুর পর্যন্ত এভাবে ১২ জনকে তারা সেবা করেন।উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের করিডরে এভাবে শরীরে পোকা নিয়ে পড়েছিল এক বৃদ্ধ। তাকেও তারা ভর্তি করে দেন মেডিকেলে।স্বাধীনতা দিবসে এ এক অন্যরকম মানবিকতার নজির হয়ে থাকলো।