- নিজস্ব প্রতিবেদন ঃ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দু’টি ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফল ও ফুলের ১২০ টি বৃক্ষচারা রোপণের মাধ্যমে এবছর অরণ্য সপ্তাহ পালন করার সিদ্ধান্ত নিয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পঞ্চানন অনুরাগী মঞ্চ ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এন এস এস শাখা । কর্মসূচির প্রথম দিনে ১৪ই জুলাই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসে ফল ও ফুলের ৩০টি বৃক্ষচারা রোপণ করে ‘একটি গাছ অনেক প্রাণ’ – এই শ্লোগানকে বাস্তবে আদল দেওয়ার চেষ্টা করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসের কো-অর্ডিনেটর তথা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. স্বপন কুমার রক্ষিত । উপস্থিত ছিলেন পঞ্চানন অনুরাগী মঞ্চের সভাপতি ড. নিখিলেশ রায়, সম্পাদক ড. পরিমল চন্দ্র রায়, জলপাইগুড়ি ক্যাম্পাসের এন এস এস প্রোগ্রাম অফিসার রফিকুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আধিকারিক শিক্ষাকর্মী গবেষক সাধারণ ছাত্রছাত্রী সহ অন্যান্যরা।
আগামী ১৮ই জুলাই কর্মসূচির দ্বিতীয় দিনে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রাজারামমোহনপুর ক্যাম্পাসে আরও ৯০টি ফুল ও ফলের বৃক্ষচারা রোপণের মধ্য দিয়ে অরণ্য সপ্তাহ পালন করবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পঞ্চানন অনুরাগী মঞ্চ, সহযোগিতায় বিশ্ববিদ্যালয় এন এস এস শাখা।