![InShot_20220416_010648314](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/04/InShot_20220416_010648314-465x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিল ডুয়ার্সের ওদলাবাড়ির সৃষ্টি সাংস্কৃতিক সংস্থা। শুক্রবার নববর্ষের পুণ্য প্রভাতে সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় সৃষ্টি সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে। ওদলাবাড়ির জাতীয় সড়কের মোড়ে আলপনা প্রতিযোগিতা সকলের নজর কেড়েছে সৃষ্টির সদস্য সদস্যাদের। আপামর জনসাধারণের এতে অংশগ্রহণ করায় অনুষ্ঠান অন্যমাত্রা লাভ করে। এছাড়াও বিভিন্ন লোকনৃত্যের ট্যাবলো সহকারে প্রভাতফেরী, বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওদলাবাড়িতে যথাযথ মর্যাদার সঙ্গে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। এতে ওদলাবাড়ি এবং সংলগ্ন এলাকার বিভিন্ন সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, সাংস্কৃতিক সংগঠন এবং সংস্কৃতি প্রেমী মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখ করার মতো।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)