নার্সিং প্রশিক্ষণে আসন সংখ্যা বাড়লো উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে

নিজস্ব প্রতিবেদন ঃ নার্সিং প্রশিক্ষণে আসন সংখ্যা বাড়লো উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বৃদ্ধি হয়েছে ৪০ টি আসন। আগে ৬০ টি আসন ছিল। চলতি শিক্ষাবর্ষে ৪০ টি আসন বাড়ায় প্রতিটি শিক্ষাবর্ষে ১০০ জন করে পড়ুয়া জেনারেল নার্স মিডওয়াইফেরির (জিএনএম) প্রশিক্ষন নেওয়ার সুযোগ পাবে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্ত্বরেই নতুন নার্সিং প্রশিক্ষণ ভবন ও অডিটোরিয়ামের উদবোধন হয়। পাশাপাশি এদিনই নবীন বরন বা নতুন প্রশিক্ষণ নিতে আসা পড়ুয়াদের উদ্দেশ্যে ল্যাম্প লাইটিং সেরিমনি বা শপথগ্রহন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার মেয়র তথা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যান সমিতির চেয়ারম্যান গৌতম দেব, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা, হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক, স্টুডেন্ট এফেয়ার্সের ডিন সন্দীপ সেনগুপ্ত, নার্সিং বিভাগের অধ্যক্ষা সুতপা দত্ত সহ অন্যান্যরা।