নিজস্ব প্রতিবেদন : নিজেই তিনি সঙ্গীত রচনা করেন,নিজেই তাতে সুর দেন।আর এভাবেই তিনি বহু সঙ্গীতের জন্ম দিয়ে চলেছেন। শিলিগুড়ির বিশিষ্ট সঙ্গীত শিল্পী অদিতি পি চক্রবর্তী এখন নিজস্ব সঙ্গীত এবং সুর সৃষ্টির জন্য বিভিন্ন মহলে পরিচিত একটি নাম।দেশ প্রেমের ওপরও তিনি অনেক সঙ্গীত রচনা করেছেন।তাঁর পুত্র ডাঃ পুস্পল চক্রবর্তী ভারতীয় সেনাবাহিনীর একজন মেজর। পুত্রকেও তিনি সবসময় দেশের কাজে উদ্বুদ্ধ করেন।তাঁর স্বামী প্রয়াত প্রভাত চক্রবর্তী ছিলেন পুলিশের পদস্থ আধিকারিক। স্বামী চলে যাওয়ার পর সঙ্গীত ও লেখালেখির নেশায় ডুব দিয়ে অদিতিদেবী সৃজন প্রতিভার মাধ্যমে নিজেকে অন্যভাবে আরও বেশি করে আবিস্কার করছেন সরস্বতী পুজো নিয়েও তিনি এবার তাঁর সঙ্গীত রচনা করেছেন।তাতে মিউজিক দিয়েছেন তারই ভাই ময়নাগুড়ি কলেজের অধ্যাপক সমর্পন দাস। তাছাড়া বৃহস্পতিবার ১৪ ফেব্রুয়ারী ভ্যালেনটাইন দিবস নিয়েও অদিতিদেবী গাইলেন নিজের একটি নতুন গান
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন: