প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়ার উৎসব এই স্কুলে

নিজস্ব প্রতিবেদন : কে হিন্দু, কে মুসলিম, কে খ্রীষ্টান,কে জৈন সেই প্রশ্ন ওদের মধ্যে নেই। শৈশব থেকেই ওদের পরিচয়, আমরা মানুষ, আমরা সকলে ভারতীয়। অতএব ধর্মের নামে, জাতের নামে বিভেদ মানে আমাদের নিজের পায়ে কুড়ুল দেওয়া। সরস্বতী পুজোর মাধ্যমে এই শিক্ষাই দেওয়া হচ্ছে শিলিগুড়ি মহকুমার বিধান নগরের মুরলীগঞ্জ হাইস্কুলে। প্রধান শিক্ষক সামসুল আলম বলেন,শৈশব থেকেই এই সরস্বতী পুজোর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা দেওয়া হচ্ছে। সবাই মিলেমিশে সেখানে উৎসব সামিল হয়। উদ্দেশ্য একটাই, আগামীদিনে এক সাম্যের শক্তিশালী ভারতবর্ষ গড়ে তোলা। এই মডেল অন্য স্কুলেও ছড়িয়ে পড়লে তা হবে দেশের জন্য মঙ্গলময়। একটি বাংলা মাধ্যম স্কুলকে কিভাবে ইংরেজি মাধ্যম স্কুলের সঙ্গে টেক্কা দেওয়ানো যায়, একটি বাংলা মাধ্যম স্কুলে কিভাবে মেধা তথা মানুষ তৈরির চাষ করা যায় তার উদাহরণ হলো মুরলীগঞ্জ হাইস্কুল।সরস্বতী পুজো উপলক্ষে সেখানে এখন প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়ার উৎসব চলছে। আর এর কৃতিত্ব স্কুলের প্রধান শিক্ষক সামসুল আলম থেকে শুরু করে সব শিক্ষকশিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীর।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :