মাতৃভাষা বাংলার ওপর সরস্বতী পুজোর থিম এই স্কুলে

নিজস্ব প্রতিবেদন : সামনে একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর সেই বিশেষ দিবসকে সামনে রেখে বাংলা ভাষার প্রচার প্রসারকে নিয়ে সরস্বতী পুজোর থিম তৈরি হলো শিলিগুড়ি জংশনের বানীমন্দির হাইস্কুলে। স্কুলের শিক্ষক সুদীপ্ত জানা জানিয়েছেন, বাংলার বিভিন্ন স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ন থেকে শুরু করে মাতৃভাষা শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে বিভিন্ন চিত্রাঙ্কন এবং পোস্টারের মাধ্যমে। স্কুলের সব শিক্ষার্থী,শিক্ষক শিক্ষিকা, শিক্ষা কর্মী সকলেই নিষ্ঠার সঙ্গে অংশ নিয়েছেন সরস্বতী পুজোয়।বাণীমন্দির স্কুল শুধু পড়াশোনা নয়,পড়াশোনার সঙ্গে সমান তাল মিলিয়ে খেলাধূলা এবং সংস্কৃতির চর্চায় ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। বিভিন্ন খেলায় এই স্কুলের পড়ুয়ারা জাতীয় স্তরে সাফল্য অর্জন করেছে। স্কুলের শিক্ষকরা সব সময় আন্তরিকতার সঙ্গে নিজেদের সন্তান রুপে পড়ুয়াদের সেখানে আগলে রাখেন।ফলে শিক্ষা এবং ক্রীড়া অনুরাগী বিভিন্ন স্তরে বানী মন্দির স্কুল এখন একটি উল্লেখযোগ্য নাম।এই স্কুলের প্রাক্তনীরা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন।এই স্কুলের একজন প্রাক্তনী এখন আমেরিকায় বড় মাপের একজন মহাকাশ বিজ্ঞানী। সরস্বতী পুজোতেও অনেক প্রাক্তনী উপস্থিত হচ্ছেন এই স্কুলে।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—