নিজস্ব প্রতিবেদন : হতে পারে তাঁর নাম সাত্তারউদ্দিন আহমেদ। কিন্তু পরম ঈশ্বরের কাছে সে নামে কি আসে যায়। পরম ঈশ্বরের সন্তানতো সকলেই। আর বিদ্যাশিক্ষার প্রশ্ন যখন আসে তখন দেবী সরস্বতীর কাছে সবাই সমান।জাত নয়,ধর্ম নয়,বর্ন নয়– উঁচু নয়,নীচু নয়,ধনী নয় দরিদ্র নয় সকলের সমান অধিকার বা সাম্যবাদের শিক্ষাই হলো প্রকৃত শিক্ষা। সব বিভেদ ভুলে মানুষে মানুষে প্রেম বা সম্প্রীতর শিক্ষাই হলো প্রকৃত শিক্ষা। সম্প্রীতি এবং সাম্যবাদের শিক্ষাই হলো প্রকৃত সংস্কৃতি। ১৪ই ফেব্রুয়ারী ভ্যালেনটাইন দিবস বা প্রেম দিবসের দিন এবং দেবী সরস্বতী আরাধনার দিনে সেই সম্প্রীতির এক সুন্দর বার্তা নিয়ে দেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হলেন বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী সাত্তারউদ্দিন আহমেদ। শিলিগুড়ি ভারতনগরে মেঠো সুর সঙ্গীতালয়ের প্রধান কর্নধার হলেন ভাওয়াইয়া শিল্পী সাত্তারউদ্দিন আহমেদ। বুধবার তিনি তার ছাত্র প্রানগোপাল সাহা সহ অন্যদের সঙ্গে নিয়ে নিষ্ঠা এবং ভক্তির সঙ্গে সরস্বতী পুজো করলেন।সাত্তারউদ্দিন আহমেদ, তাঁর কন্যা সহ পুরো পরিবার সেই পুজোয় সামিল হয়।দোতারা,একতারা,সারেঙ্গী, বীনা প্রভৃতি সব বাদ্য যন্ত্র দেবী সরস্বতীর সামনে রেখে অঞ্জলি দিলেন সাত্তারউদ্দিন আহমেদ এবং অন্যরা।নিজে হাতে দেবী সরস্বতীকে ধুপধুনো দিয়ে আরতি করলেন।খালি গলায় প্রেম এবং সম্প্রীতির ওপর মাটির গানও গাইলেন।তারপর জানালেন,দেবী সরস্বতীর কৃপাতেইতো এই সঙ্গীত,সংস্কৃতি এবং শিক্ষা। প্রকৃত শিক্ষা এবং সংস্কৃতির বিকাশই মানুষে মানুষে প্রেমের শক্ত বন্ধন তৈরি করতে পারে।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :